আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি

সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম জ্বর ও কাশি নিয়ে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ভর্তি হয়েছেন। বেশ কয়েকদিন যাবৎ তিনি জ্বর ও ঠাণ্ডা জনিত সমস্যায় ভুগছেন বলে তার ছেলে তানভীর শাকিল গণমাধ্যমকে জানান। ৪ দিন আগে মোহাম্মদ নাসিম করোনা ভাইরাস টেস্ট করিয়েছিলেন। ফলাফল নেগেটিভ এসেছিল। কিন্তু শারীরিকভাবে তিনি দুর্বল হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ আবার তার করোনা ভাইরাস টেস্ট করার জন্য নমুনা দেওয়া হয়েছে।

কয়েকদিন আগে নাসিমের পরিবারের এক জনের করোনা ভাইরাস পজেটিভ আসলে নাসিমসহ বাকি সদস্যরাও করোনা ভাইরাস টেস্ট করান। তাতে সকলেরই করোনা ভাইরাস নেগেটিভ এসেছিল। আজ তার নিমোনিয়া বেড়ে যাওয়ায় দুপুরে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা স্থিতিশীল আছে বলে তার ছেলে তানভীর শাকিল ও দলীয় সূত্র থেকে জানা গেছে। মোহাম্মদ নাসিম বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে অবস্থার অবনতি হলে তাকে সিএমএইচে স্থানান্তর করা হতে পারে বলে তানভীর শাকিল জানিয়েছেন।