নরসিংদীতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫১৯ জন
সময়ের সাথে পাল্লা দিয়ে বেড়ে চলেছে জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। ২৬শে মে ঢাকায় পরীক্ষার জন্য পাঠানো ৭৩টি নমুনার মধ্য ২৬টির ফলাফলে পজেটিভ এসেছে। এরমধ্য সদর উপজেলার ১০ জন, বেলাব উপজেলার ২ জন, পলাশ উপজেলার ৭ জন, রায়পুরা উপজেলার ৪ জন ও মনোহরদী উপজেলার ৩ জন রয়েছেন। এর মধ্য বেলাব উপজেলার মোহাম্মদ ফয়েজ উদ্দিন, বয়স ৪৫ বছর করোনা উপসর্গ নিয়ে ২৫ মে ২০২০ তারিখে মৃত্যু বরণ করেন। তার নমুনা পরীক্ষার রিপোর্টে পজিটিভ ফলাফল এসেছে। অপরদিকে জেলা ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে আইসোলেশনে থাকা অবস্থায় সদর উপজেলার সদরে বসবাসকারী দিলীপ (৫৬) ২৬শে মে মৃত্যুবরণ করেন। ২৮শে মে তার নমুনা পরীক্ষায় পজেটিভ এসেছে। এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫১৯ জনে ও মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৭ জনে।
জেলায় উপজেলা ভিত্তিক আক্রান্তের সংখ্যা দাঁড়াল-
সদর উপজেলাঃ ৩৫৮ জন
রায়পুরা উপজেলাঃ ৪১ জন
শিবপুর উপজেলাঃ ৩৬ জন
পলাশ উপজেলাঃ ৩৪ জন
মনোহরদী উপজেলাঃ ১৩ জন
বেলাব উপজেলাঃ ৩৭ জন