ঈদের দিনে রেকর্ড আক্রান্তের সংবাদ
দেশে করোনা ভাইরাসের সংক্রমন শুরুর পর থেকে আজ ঈদের দিন সবচেয়ে বেশী আক্রান্তের খবর আসল। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ১৯৭৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা এখন ৩৫৫৮৫ জন। অপরদিকে একই সময়ে মৃত্যুবরন করেছে ২১ জন ও মোট মৃত্যুর সংখ্যা ৫০১ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ্য হয়েছেন ৪৩৩ জন ও এ পর্যন্ত মোট সুস্থ্য ৭৩৩৪ জন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে সোমবার দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।
গত ২৪ ঘণ্টায় ৯৪৫১টি নমুনা পরীক্ষা করা হয়। দেশে এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয় ২৫৩০৩৪টি। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৭৭৫০ জন। প্রতি ১০ লক্ষে আক্রান্ত হয়েছে ২১৫ জন ও প্রতি ১০ লক্ষে মৃত্যুবরণ করেছে ৩ জন। অপরদিকে প্রতি ১০ লক্ষে টেস্ট হয়েছে ১৫৩৮ জনের।