নরসিংদী জেলায় আরও ৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত
নরসিংদীতে থামছে না করোনা ভাইরাসে্র সংক্রমন। জেলায় ক্রমেই বেড়ে চলেছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। জেলার ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল থেকে আইইডিসিআরে পাঠানো ৬টি নমুনার সবকটিই পজেটিভ এসেছে। ৬ জনই সদর উপজেলার এবং এর মধ্য নতুন রোগী ৩ জন ও ৩ জন পুরাতন রোগী রয়েছে। ফলে জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৩৫ জনে। এর মধ্য সদর উপজেলারই রয়েছে ২২৭ জন যা জেলায় মোট আক্রান্তের সংখ্যার প্রায় ৬৮%। নীচে উপজেলা ভিত্তিক করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দেওয়া হল।
সদর থানাঃ ২২৭ জন
রায়পুরা থানাঃ ২৯ জন
পলাশ থানাঃ ১৯ জন
বেলাবো থানাঃ ২৭ জন
শিবপুর থানাঃ ২৬ জন
মনোহরদী থানাঃ ৭ জন
নরসিংদী জেলা সিভিল সার্জনের তথ্যমতে জেলায় মোট মৃত্যুর সংখ্যা ৪ জনেই রয়ে গেল।