এসকেএফ করোনা রোগীদের চিকিৎসায় কার্যকর রেমডিসিভির উৎপাদন করেছে, বাজারজাতের পালা

দেশে করোনা ভাইরাস পরিস্থিতিতে সুখবর নিয়ে আসলো ঔষধ প্রস্তুতকারক ও বাজারজাতকারী সংস্থা এসকেএফ। ঔষধ প্রশাসনের অনুমতিক্রমে প্রতিষ্ঠানটি করোনা ভাইরাস রোগীদের জন্য কার্যকর ঔষধ রেমডিসিভির উৎপাদন করেছে। এখন চলছে বাজারজাত করনের প্রস্তুতি। এসকেএফের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সিমিন হোসেন বলেন, করোনা পরিস্থিতি নিয়ে দেশের এই ক্রান্তিলগ্নে আমরা দেশবাসীকে এই সুখবর দিতে চাই যে বিশ্বে করোনার একমাত্র কার্যকর ওষুধ বলে স্বীকৃত জেনেরিক রেমডেসিভির উৎপাদনের সব ধাপ আমরা সম্পন্ন করেছি।

এর আগে গত মার্চে ঔষধ প্রশাসন এসকেএফকে এই ঔষধটি উৎপাদনের অনুমতি দেয়। দীর্ঘদিন কাজ করে প্রতিষ্ঠানটির বিশেষজ্ঞ্ররা রেমডিসিভির উৎপাদন করতে সক্ষম হন। এসকেএফ এর বানিজ্যিক নাম দিয়েছে রেমিভির। মানুষের শিরায় ইনজেকশন হিসেবে এই ওষুধ প্রয়োগ করতে হয়। রোগের তীব্রতার ওপর এর ডোজ নির্ভর করে। গুরুতর অসুস্থ রোগীদের জন্য ৫ অথবা ১০ দিনের ডোজ প্রয়োজন হতে পারে। রেমডিসিভিরের স্বত্ব রয়েছে মার্কিন কোম্পানী গিলিয়েডের। তবে স্বল্পোন্নত দেশ হওয়ায় বাংলাদেশ জাতিসংঘের বানিজ্য আইন অনুযায়ী এই ঔষধটি উৎপাদনের ক্ষেত্রে স্বত্ব অগ্রাহ্য করতে পারে। তবে বর্তমানে খোলা বাজারে নয়, ওষুধটি দেওয়া হবে করোনা চিকিৎসার জন্য সরকার অনুমোদিত হাসপাতাল বা ক্লিনিককে। করোনা ভাইরাস রোগীদের ক্ষেত্রে ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্রের ঔষধ প্রশাসন সেদেশে রেমেডিসিভির ব্যবহারের অনুমতি দিয়েছে। এদিকে জাপানেও এই ঔষধটি ব্যবহার শুরু করেছে।