নরসিংদীতে করোনা ভাইরাসে মোট আক্রান্ত ১৮২ জন
নরসিংদী জেলায় নতুন করে আরও ৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। ফলে জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৮২ জনে দাঁড়াল। এর আগে জেলার বিভিন্ন থানা থেকে ৯৮টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার মহাখালী আইপিএইচে পাঠানো হলে ৩ জনের ফলাফল পজেটিভ আছে। এই ৩ জনের ২ জন সদরের ও অপরজন বেলাবো থানার। নরসিংদো সদরের ২ জনের মধ্য একজনের নাম মহিউদ্দিন, বয়স-২৪ ও অপরজনের নাম নাজমুল হোসেন, বয়স-২৮। বেলাবো উপজেলায় আক্রান্ত ব্যক্তির নাম পাপিয়া, বয়স-২৮। এই ৩ জনই নরসিংদী জেলা হাসপাতালে আইসোলেশনে আছেন। নরসিংদী সিভিল সার্জন অফিস সূত্র থেকে এই তথ্য সংগ্রহ করা হয়েছে। জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ২ জনই আছে। নীচে এ পর্যন্ত থানা ওয়ারী আক্রান্তের সংখ্যা দেওয়া হল।
সদর থানাঃ ৯৮ জন
রায়পুরা থানাঃ ২৭ জন
শিবপুরঃ ১৮ জন
বেলাবোঃ ২৪ জন
মনোহরদীঃ ৫ জন
পলাশঃ ১০ জন
এদিকে জেলার অধিকাংশ মানুষই এখন লকডাউন মানছেন না বলে প্রতিয়মান হয়। জেলার সর্বত্রই হাট বাজারে ব্যপক জনসমাগম লক্ষ করা গেছে। তবে প্রশাসনের পক্ষ থেকে সামাজিক দুরত্ব মেনে চলতে ও জরুরী প্রযোজন ছাড়া বাহির না হতে ব্যপক প্রচারনা চালানো হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে দরিদ্র জনগোষ্টীর মধ্য নিয়মিত ত্রান বিতরন করা হচ্ছে। জেলার জনপ্রতিনিধিরা নিয়মিত পিছিয়ে থাকা অসহায় জনগোষ্টীর মধ্য ত্রান বিতরন করে যাচ্ছেন। চাহিদার তুলনায় ত্রান অপ্রতুল হওয়ায় ত্রান বিতরনে বিভিন্ন স্থানে সমস্যা দেখা দিয়েছে।