দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪১৬ জনে
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৪১৮ করোনা ভাইরাস কোভিড-১৯ এ আক্রান্ত শনাক্ত হয়েছে। এই নিয়ে মোট আক্রান্ত হয়েছে ৫৪১৬ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরন করেছে আরও ৫ জন ও মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৪৫ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ্য হয়েছে ৯ জন ও মোট সুস্থ্য ১২২ জন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে রোববার দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।
গত ২৪ ঘণ্টায় ৩৬৮০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয় ৩৪৭৬ জনের। এর মধ্য করোনা ভাইরাস কোভিড-১৯ এ আক্রান্ত পাওয়া যায় ৪১৮ জন। এ পর্যন্ত মোট ৪৬৫৮৯ জনের করোনা ভাইরাস কোভিড-১৯ এর পরীক্ষা করা হয়। গত ২৪ ঘন্টায় যে ৫ জন মৃত্যুবরন করেছেন তাদের মধ্য ৩ জন পুরুষ ও ২ জন নারী। মৃতের মধ্য ৪ জন ঢাকার ও ১ জন দোহারের। এদের মধ্য ১ জনের বয়স ১০ এর নীচে, ৫১ থেকে ৬০ বছর বয়সের মধ্য রয়েছেন ৩ জন এবং ১ জনের বয়স ৬০ এর ওপরে। করোনা ভাইরাস টেস্ট করার জন্য সারাদেশে এ পর্যন্ত ২৫টি ল্যাব চালু রয়েছে।