নরসিংদীর ২৪টি নমুনা পরীক্ষায় সবকটিই নেগেটিভ এসেছে
সুবাতাস বইছে নরসিংদীতে। গত কয়েক দিন মানুষ যেভাবে ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছিল তা কিছুটা দূর হয়েছে। ২৩শে এপ্রিল ২৪টি নমুনা পরীক্ষা করার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল। এর মধ্য কেহই করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়নি। ফলে নরসিংদী সিভিল সার্জনের দেওয়া তথ্য অনুযায়ী জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৬৮ জনই রয়ে গেল। তবে আজ সকাল ৮টায় আইইডিসিআরের ওয়েব সাইটে প্রকাশ হওয়া তালিকায় দেখা যায় নরসিংদীতে মোট আক্রান্ত ১৪১ জন। প্রকৃত আক্রান্তের সংখ্যা নিয়ে কিছুটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। নীচে থানা ভিত্তিক মোট আক্রান্তদের সংখ্যা দেওয়া হল।
সদর থানাঃ ৮০ জন
রায়পুরা থানাঃ ৩৩ জন
শিবপুর থানাঃ ১৭ জন
মনোহরদী থানাঃ ৫ জন
পলাশ থানাঃ ৮ জন
বেলাব থানাঃ ২৩ জন
১৬৮ জনের মধ্য দুইজন আলাদাভাবে আইইডিসিআর কর্তৃক আক্রান্ত শনাক্ত হয়েছে। ইতিমধ্য করোনা ভাইরাস আক্রান্ত হয়ে নরসিংদী জেলা হাসপাতালে আইসোলেশনে থাকা বেশ কয়েকজন সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন বলে নরসিংদী সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে। তবে প্রকৃতপক্ষে নরসিংদীর কয়জন সুস্থ্য হয়েছে তা নিয়েও বিভ্রান্তি আছে।