দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে এখন ৬১ জন
বিডি খবর ৩৬৫ ডটকমঃ
গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় মোট ৫১৩ জনের নমুনা পরীক্ষা করে এই ৫ জনের মধ্য করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। মোট আক্রান্তের সংখ্যা এখন ৬১ জন। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৬ জনেরই, সুস্থ্য হয়েছেন ২৬ জন ও ২৯ জন চিকিৎসাধীন আছেন। আজ (শুক্রবার) হাখালীতে আইইডিসিআরের প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। করোনা ভাইরাস পরীক্ষা করার জন্য ঢাকায় ৯টি ও ঢাকার বাইরে আরও ৫টি পরীক্ষা কেন্দ্র রয়েছে। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন স্থানে আরও ১৪ টি পরীক্ষা ল্যাব তৈরী করার কাজ চলছে। এক সপ্তাহের মধ্য এগুলির প্রস্তত করার কাজ শেষ হবে বলে আইইডিসিআর পক্ষ থেকে জানানো হয়েছে।
৪২৮৩৬০টি পিপিই সংগ্রহ করেছে স্বাস্থ্য মন্ত্রনালয় ও ইতিমধ্য ৩ লক্ষ ৬০হাজারের বেশী পিপিই বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। দেশের সকল হাসপাতলে পিপিই পৌছেগেছে বলে আইইডিসিআর জানিয়েছে। সেই সাথে পরীক্ষা কেন্দ্রগুলিতে যথেষ্ট পরিমান করোনা ভাইরাস পরীক্ষা কীট সরব্রাহ করা হয়েছে ও স্টকে আছে ৭০ হাজারের বেশী পরীক্ষা কীট। সারা বিশ্বে মোট ১০১৬৭৯৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ও মোট ৫৩২৪৫ জন মৃত্যুবরন করেছে।