গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আর কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি

বিডি খবর ৩৬৫ ডটকমঃ

গত ২৪ ঘন্টায় দেশে নতুন কোন করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়নি। ৪২ জনের নমুনা পরীক্ষা করে ১ জনেরও করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি। সুখবর এরই মধ্য আরও ৪ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে। ফলে মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা আগের মত ৪৮ই রয়ে গেল। নতুন করে আর কেউ মৃত্যবরন করেনি। মোট সুস্থ্য হয়েছেন ১৫ জন ও চিকিৎসাধীন আছেন ২৪ জন। আইইডিসিআর এর পরিচালক মীরজাদি সেব্রিনা ফ্লোরা আজ এক ভার্‌চ্যুয়াল ব্রিফিয়ে এই তথ্য জানিয়েছেন। তিনি আরো জানিয়েছেন আইইডিসিআর এই পর্যন্ত ১০৬৮ জনের করোনা ভাইরাসের আছে কি না তা পরীক্ষা করেছেন। এর মধ্য মোট ৪৮ জনের মধ্য করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।

সারা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন ৫৯৭৪৫৮ জন।এর মধ্য মৃত্যুবরন করেছে ২৭৩৭০ জন, সুস্থ্য হয়েছে ১৩৩৩৭৩ জন ও সংকটজনক অবস্থায় আছে ২৩৫৫৯ জন। আক্রান্তের দিক থেকে সবচেয়ে বেশী হয়েছে যুক্তরাষ্ট্রে ১০৪২৫৬ জন ও দেশটিতে মৃত্যুবরন করেছে ১৭০৪ জন। আক্রান্তের দিক থেকে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ইতালী। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৮৬৪৯৮ জন ও মৃত্যু হয়েছে ৯১৩৪ জনের। আক্রান্তের দিক থেকে এর পরেই রয়েছে যথাক্রমে চীন, স্পেন জার্মানি, ফ্রান্স, ইরান ও ইউকে। বিশ্বের ১৯৯ দেশ ও টেরিটরী করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে। ১২টা ৫০ মিনিট, শনিবার (বাংলাদেশ সময়)