যে যে কারনে ছেলেধরা গুজব বিস্তার লাভ করে থাকতে পারে
বিডি খবর ৩৬৫ ডটকমঃ
দুর্বার গতিতে এগিয়ে চলেছে পদ্মা সেতুর নির্মান কাজ। এই সেতু ও সংশ্লিষ্ট কাজের ৭০ ভাগই এখন সম্পূর্ণ হয়েছে। পদ্মা সেতু এখন আর স্বপ্ন নয়, বাস্তব রূপ লাভ করতে চলেছে। এই সেতুর নির্মান কাজ শেষ হলে দক্ষিন-পশ্চিমাঞ্চলের মানুষের যোগাযোগের ক্ষেত্রে বৈল্ববিক পরিবর্তন আসবে। তবে এই সেতু নির্মাণের শুরুতেই এটি যাতে না হতে পারে সেই জন্য দেশী-বিদেশী চক্রান্ত কাজ করেছে।
দলগত ও রাজনৈতিকভাবে এই সেতু নির্মান হউক এটি বিএনপি-জামাত ও আওয়ামীলীগের বিরোধীরা চায়নি। সেই জন্য এই সেতুকে ঘিরে তারা নানা রকম ষড়যন্ত্র করেছে বাধাগ্রস্ত করার জন্য। বছর দেড়েক আগেও কোন একটি দলের প্রধান জনগনের উদ্দেশ্য বলেছিলেন ‘পদ্মা সেতু জোড়াতালি দিয়ে হচ্ছে, আমি এই সেতু দিয়ে যাব না, আপনারাও যাইয়েন না।’ এই সেতু নিয়ে এখনো ষড়যন্ত্র হচ্ছে। তাই সরকার তথা আওয়ামীলীগের পক্ষ থেকে বলা হচ্ছে ‘ পদ্মা সেতু বাস্তবায়ন হউক এটা যারা চায় না তারাই পদ্মা সেতুতে মাথা লাগবে এই গুজব ছড়াচ্ছে। এখানেই শেষ নয় কিছু বিকৃত মানুষকে মোটা অংকের প্রলোভন দেখিয়ে তাদের মাধ্যমে মাথা সংগ্রহ করে সারাদেশে আতংস্ক ছড়িয়ে দিয়েছে। ফলে সারা দেশে আজ ছেলে ধরার আতংস্ক বিরাজ করছে। ইতিমধ্য নেত্রকোনায় এক মদ্যপ যুবকের ব্যাগে একটি মাথা পাওয়া গেলে জনতা উত্তম মধ্যম দিয়ে তাকে পুলিশের হাতে সোপর্দ করে। এর পিছনে গবীর ষড়যন্ত্র রয়েছে।
ছেলেধরা সন্দেহ ইতিমধ্য সারাদেশে বেশ কয়েকজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। রাজধানীর বাড্ডায় নিজের বাচ্চাকে স্কুলে ভর্তির খোজ খবর নিতে গেলে ছেলেধরা সন্দেহে তাকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। এই হত্যাকান্ডটি সারাদেশে বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে। অনেক স্থানে ছেলেধরার গুজব ছড়িয়ে নিরাপরাধ মানুষকে পরিকল্পিতভাবে হত্যা করা হচ্ছে। আইন শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তে এমনি কিছু ঘটনা ধরা পড়েছে। সরকার সারাদেশে এই গুজব রুধে আইন শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক অবস্থায় রেখেছে। ইতিমধ্য এই গুজব ও হত্যাকান্ডের সাথে যারা জড়িত তাদের বেশ কিছুজনকে গ্রেপ্তার করে রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।