ব্যাংকে টাকা নাই!

বিডি খবর ৩৬৫ ডটকমঃ

আজকাল প্রায়ই শুনা যায় ব্যাংকে টাকা নাই। বাসে কিংবা ট্রেনে আসছেন প্রসঙ্গক্রমে কেউ একজন বলছেন ব্যাংকের অবস্থা খুব খারাপ। কোন ব্যাংকেই টাকা নাই। আর সাথে সাথেই শুরু হয়ে যায় দেশের অর্থনীতি নিয়ে রাজনৈতিক আলোচনা। একটা পক্ষ বলতে থাকে ব্যাংকের করুন অবস্থা, ব্যাংকে টাকা নাই ইত্যাদি নানা ধরনের মন্তব্য। আলোচনার সূত্রপাতকারীরা তাদের মতামতের পক্ষে নানা রকমের যুক্তি প্রদর্শন করে থাকেন, নানা পরিসংখ্যান ও দেশী বিদেশী নানা মিডিয়ার বরাত দিয়ে থাকেন। আর এমন মন্তব্য বিগত ৫/৭ বছর যাবৎই শুনা যাচ্ছে।

আবার লক্ষ করে দেখা যায় এই সমালোচকদের সকলেই সরকার বিরোধী। এটা তাদের সরকারকে নিয়ে নানা মন্তব্যে স্পষ্ট হয়ে যায়। বাস্তবে এমন একজনকেও পাওয়া যাবে না যিনি তার নিজের গচ্ছিত টাকা ব্যাংক থেকে উঠাতে যেয়ে না পেয়ে ফিরে এসেছেন। তাহলে কেনো এই শ্রেনী বলে বেড়াচ্ছে ব্যাংকে টাকা নাই। এর কারন অনুসন্ধানে জানা যায় সরকার বিরোধী মনোভাব পোষনের কারনেই দেশের মানুষের মাঝে ব্যাংক সমন্ধে অস্থিরতা তৈরী করতে এমন কাল্পনিক অভিযোগ করে থাকে তারা। ব্যাংকে টাকা নাই এই কথার কোন বাস্তব ভিত্তি নাই। মূলত এটি একটি রাজনৈতিক বক্তব্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *