উত্তরায় এক বাসায় দুই গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু
বিডি খবর ৩৬৫ ডটকম
উত্তরা জসিম উদ্দিন রোডের এক ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে দুই গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। দুটি মেয়েই ছয়তলা ওই ভবনের ছয় তলায় এক গার্মেন্টস ব্যবসায়ীর বাসায় গৃহকর্মী হিসাবে কাজ করত। বিল্ডিংয়ে দায়িত্বরত নিরাপত্তা কর্মীরা ভারী কিছু পড়ার শব্দ পেয়ে দেখেন পাশের একতলা ভবনের ছাদে দুটি মেয়ে পড়ে আছে। এদের একজন বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিল। একটি মেয়ে তখনো জীবিত ছিল। নিরাপত্তা প্রহরীরা এদেরকে দ্রুত উদ্ধার করে ক্রিসেন্ট হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার দুজনকেই মৃত ঘোষনা করেন।
পরে সিসিটিভি ফোটেজ দেখে জানা যায়, রাত ৩টা ৩২ মিনিটে দুই কিশোরী দরজা খুলে ছাদের দিকে যায়। ছাদের ভিডিও দেখা যাচ্ছিল না। এদেরকে কেউ ফেলে দিয়েছে নাকি আত্নহত্যা করেছে তা এখনো জানা যায়নি। একটি কিশোরীর বাড়ী লক্ষীপুর ও সে দুই বছর যাবৎ ওই বাসায় কাজ করে আসছিল। অপর কিশোরীর বাড়ী গাজিপুর ও সে আড়াই বছর যাবৎ ওই বাসায় কাজ করে আসছিল। তবে ময়না তদন্তের রিপোর্ট পেলে এদের মৃত্যুর আসল রহস্য জানা যাবে।