ভারতের প্রধান বিচারপতির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

বিডি খবর ৩৬৫ ডটকম
এবার যৌন হয়রানির অভিযোগ উঠেছে ভারতের প্রধান বিচারপতির বিরুদ্ধে। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এর বিরুদ্ধে এই যৌন হয়রানির অভিযোগ আনলেন এক মহিলা। এই মহিলা সুপ্রিম কোর্টে জুনিয়র অ্যাসিটেন্ট হিসাবে কাজ করেন। তিনি সুপ্রিম কোর্টের ২২ জন বিচারপতির কাছে প্রধান বিচারপতির বিরুদ্ধে অভিযোগ জমা দিয়েছেন।
প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এটাকে সুপ্রিম কোর্টের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে অভিহিত করেছেন। তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন। এই মহিলা একবার কোন একজনকে সুপ্রিম কোর্টে চাকরী পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারনা করেছেন বলে এই প্রসঙ্গে বলেছেন প্রধান বিচারপতি।
শনিবার প্রধান বিচারপতি রঞ্জন গগৈ নেতৃত্বাধীন বেঞ্চে এর শুনানি চলে। রঞ্জন গগৈ জানিয়েছেন, এই মামলার আদেশ দিবেন বিচারপতি অরুন মিশ্র। রঞ্জন গগৈ আক্ষেপ করে বলেছেন, তার ২০ বছরের বিচারক জীবনে এমন অভিযোগ আসবে তা তিনি আশা করেননি। এই বিষয়টি সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীরা খতিয়ে দেখবেন বলে প্রধান বিচারপতি জানিয়েছেন।