দায়িত্ব গ্রহন করেছেন ঢাকসুর নবনির্বাচিত ভিপি, জিএসসহ অন্যান্য সদস্যরা

বিডি খবর ৩৬৫ ডটকম
আজ সকাল ১১টায় দায়িত্ব ভার গ্রহন করেছেন ঢাকসুর ভিপি-জিএসসহ অন্যান্য সদস্যরা। সেই সাথে আজই অনুষ্টিত হল ঢাকসুর অভিষেক ও প্রথম সভা। পদাধিকার বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ডঃ আক্তারুজ্জামান ঢাকসুর সভাপতি। অভিষেক অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ঢাকসুর নব নির্বাচিত জিএস গোলাম রব্বানী। তিনি ঢাকসু ভিপিসহ অন্যান্য সদস্যদের পরিচয় করিয়ে দেন। সভাপতি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক ইচ্ছায় ২৯ বছর পর ঢাকসু নির্বাচন করা সম্ভব হয়েছে। তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন ঢাকসু নির্বাচনে সহযোগিতা করার জন্য। সবার আগেই ফটো সেশন করেন নব নির্বাচিত সদস্যরা।
অভিষেক সভায় প্রধানমন্ত্রীকে ঢাকসুর আজীবন সদস্য করার প্রস্তাব করে করেন নবনির্বাচিত ঢাকসুর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহরিমা তানজিমা অর্নী। কিন্তু এই প্রস্তাবের সাথে দ্বিমত পোষন করেন নব নির্বাচিত ভিপি নুরুল হক নুর। নুর বলেন, বিতর্কিত এই নির্বাচনের মাধ্যমে গঠিত ঢাকসুতে প্রধানমন্ত্রীকে আজীবন সদস্য না করাই ভাল। তবে ভিসি ডঃ আক্তারুজ্জামান জানিয়েছেন ঢাকসুর আগামী সভায় প্রস্তাবটি পাস হতে পারে।