ভুলক্রমে পাকিস্তানি পাইলট নিজ দেশের মানুষের গনপিটুনিতেই নিহত

বিডি খবর ৩৬৫ ডটকম

ভুলক্রমে পাকিস্তানি পাইলটকে ভারতের পাইলট ভেবে গনপিটুনি দিয়ে মেরে ফেলে পাকিস্তানিরাই। তাও আবার নিজেদের অধিকৃত আজাদ কাশ্মীর ভূখন্ডেই। ভারতের বাংলা পত্রিকা আজকাল এমন সংবাদই প্রকাশ করেছে। পত্রিকাটি জানিয়েছে, বুধবার প্রতিশোধ নিতে যখন পাকিস্তানি এফ-১৬ জঙ্গি বিমানগুলি ভারতের ভিতরে ঢুকে হামলা চালায় তখন তা প্রতিরোধে ভারতীয় মিগ-২১ জঙ্গি বিমান পাল্টা হামলা চালায়। শুরু হয় ভয়ানক আকাশযুদ্ধ, এই সময় পাকিস্তানি এফ-১৬ জঙ্গি বিমান থেকে হামলা চালানো হলে ভারতীয় মিগ-২১ এর একটি বিমানে গোলার আঘাতে আগুন ধরে গেলে তার পাইলট অভিনন্দন বর্তমান প্যারাসুটের মাধ্যমে পাকিস্তান অধিকৃত কাশ্মিরে অবতন করেন। এই সময় তিনি প্রথমে স্থানীয়দের হাতে ও পরে সেনাবাহিনীর হাতে ধৃত হন। সবশেষ তিনি মুক্তি পেয়ে নিজ দেশে ফেরত আসেন।

একই সময়ে অভিনন্দন বর্তমানের মিগ-২১ বিমান থেকে গোলা বর্ষণ করা হলে পাকিস্তানি এফ-১৬ জঙ্গি বিমানে আগুন ধরে গেলে তার পাইলট সাহবাজ প্যারাসুটের মাধ্যমে পাকিস্তান অধিকৃত কাশ্মিরে প্যারাসুটের মাধ্যমে অবতরন করেন। এই সময় স্থানীয়রা তাকে ভারতীয় পাইলট ভেবে গনপিটুনি দিলে তিনি গুরুতর আহত হন। তিনি কিছু বলার আগেই এ ঘটনা ঘটে যায়। পরে স্থানীয়রা জানতে পারেন তিনি পাকিস্তানেরই পাইলট। কিন্তু তখন বড্ড দেরী হয়ে যায়, তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। আর এই পাইলটের নাম সাহবাজ বলে  জানিয়েছে পত্রিকাটি। অভিনন্দনের মত সাহবাজের পিতাও ছিলেন পাকিস্তান এয়ার ফোর্সের সদস্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *