অরিত্রী আত্নহত্যার ঘটনায় ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ ৩ জনকে বরখাস্ত করতে বলেছেন শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

ভিকারুননিসা নুন স্কুল এন্ড কলেজের নবম শ্রেনীর ছাত্রী অরিত্রী অধিকারীর আত্নহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ ৩ শিক্ষককে বরখাস্ত করতে স্কুল কর্তৃপক্ষকে আদেশ দিয়েছে শিক্ষা মন্ত্রনালয়। শিক্ষা মন্ত্রনালয় কর্তৃক গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে মন্ত্রনালয় এই সিদ্ধান্ত নিয়েছে।

এই শিক্ষকদের মধ্য আছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌস, প্রভাতী শাখার প্রধান জিন্নাত আরা ও শ্রেনী শিক্ষক হাসনা হেনা। এ ছাড়াও শিক্ষা মন্ত্রনালয় অভিযুক্ত এই ৩ শিক্ষকের এমপিও বাতিল করেছে। ঐতিয্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানটিতে দীর্ঘ দিন যাবৎ অধ্যক্ষের পদটি শূন্য থাকায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়েই এতদিন পরিচালনা হয়ে আসছিল। শিক্ষামন্ত্রী ও শিক্ষা মন্ত্রনালয় থেকে গঠিত তদন্ত কমিটি অভিবাবক ও ছাত্রীদের সাথে কথা বলে আরোও অনেক অনিয়মের তথ্য পেয়েছে প্রতিষ্ঠানটিতে।সোমবার শান্তি নগরের বাসায় অরিত্রী অধিকারী আত্নহত্যা করলে অভিযোগ উঠে উল্লেখিত শিক্ষকদের প্ররোচনায় অরিত্রী আত্নহত্যা করেছে। এই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সকাল থেকে ছাত্রী ও শিক্ষকরা স্কুলের সামনে অবস্থান নিয়ে প্রতিবাদ জানাতে থাকে। এই ঘটনা সারাদেশে ছড়িয়ে পড়লে ক্ষোভের সঞ্চার হয়। আজও ছাত্রীরা ক্লাস বর্জন করে বিক্ষোভে অংশ নেয়। এই অবস্থার পরিপেক্ষিত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্কুল বন্ধ ঘোষনা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *