এরশাদের নেতৃত্বাধীন জোট ৮ই নভেম্বর তফসিল ঘোষনার দাবি জানিয়েছে
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
জাতীয় পার্টির চেয়ারম্যান হোসাইন মোঃ এরশাদের নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোট ৮ই নভেম্বর তফসিল ঘোষনার দাবি জানিয়েছে। এরশাদের নেতৃত্বে নির্বাচন কমিশনের সাথে আজ এক বৈঠকে জোটের নেতারা এই দাবি জানান। এ ছাড়া নির্বাচনে ইভিএম ব্যবহার না করতে তারা ইসিকে সুপারিশ করেন।
এরশাদের নেতৃত্বে বৈঠকে জাপার পক্ষে উপস্থিত ছিলেন জাপার (এরশাদ) মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য ব্যরিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, এমএ সাত্তার, জিয়াউদ্দিন বাবলু, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, সৈয়দ আবু হোসেন বাবলা, মশিউর রহমান রাঙ্গা, মুজিবুর হক চুন্নু। এ ছাড়া জাতীয় ইসলামী মহাজোটের চেয়ারম্যান আবু নাসের ওয়াহেদ ফারুক ও বিএনএ চেয়ারম্যান সেকান্দার আলী মনিসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
অপরদিকে বৈঠকে নির্বাচন কমিশনের পক্ষে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা, মাহবুব তালুকদার, মোঃ রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদত হোসেন চৌধুরী ও নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমেদ।