সৌদি বাদশা বাংলাদেশ সফরের আমন্ত্রন গ্রহন করেছেন

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

সৌদি আরবের বাদশা বাংলাদেশ সফর করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রন গ্রহন করেছেন। সৌদি আরব সফর নিয়ে গনভবনে আয়োজিত আজ এক সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী এ কথা বলেন। এর আগে তিনি সৌদি বাদশার আমন্ত্রনে চার দিনের সফরে সৌদি আরব সফর করে দেশে আসেন। প্রধানমন্ত্রী প্রতিবারই বিদেশ সফর শেষে সফরের বিভিন্ন অর্জন সম্পর্কে দেশবাসীকে জানাতে সাংবাদিক সম্মেলন করেন। সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী সাংবাদিকদের সকল প্রশ্নের উত্তর দেন।

প্রধানমন্ত্রী বলেন, সৌদি বাদশা ও প্রিন্স সুবিদাজনক সময়ে বাংলাদেশ সফর করবেন বলে জানিয়েছেন। রোহিঙ্গা সংকট সমাধানে সৌদি আরব পাশে থাকবে। আজ সোমবার বিকালে গণভবনে সৌদি আরব সফর নিয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, রাজনীতি করার স্বাধীনতা সবার আছে। রাজনৈতিক জোট করার স্বাধীনতাও সবার আছে। আমরা রাজনৈতিক জোটকে স্বাগত জানাই। তিনি বলে উন্নত সমৃদ্ধশালী দেশ গড়তে সরকার কাজ করছে। মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত সমৃদ্ধশালী দেশ গড়ে উঠবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *