চট্রগ্রামের মিরেরসরাইয়ে ট্রেনের ধাক্কায় বাসের দুই আরোহী নিহত

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
চট্রগ্রামের মিরেরসরাইয়ে ট্রেনের ধাক্কায় বাসের দুই আরোহী নিহত ও ২০ জন আহত হয়েছে। রবিবার ভোর সাড়ে ৪টায় বিজয় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বাসটি রেল লাইনের ওপর পড়ে থাকায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে বাসটি সরানো হলে ৫টা ৫০ মিনিটে আবার ট্রেন চলাচল শুরু হয়।
বিজয় এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিং থেকে চট্রগ্রাম চাচ্ছিল। স্থানীয়রা জানিয়েছেন, রেলগেট ক্রসিংয়ের গেটম্যানের কারনে এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনাকবলিত এস আলম পরিবহনের বাসটি ঢাকা থেকে চট্রগ্রাম যাচ্ছিল।