ইন্দোনেশিয়ার লোম্বকে আবারো ৬.৩ মাত্রার ভুমিকম্প
ইন্দোনেশিয়ার লোম্বকে আবারো ৬.৩ মাত্রার শক্তিশালী ভুমিকম্প আঘাত এনেছে। স্থানীয় সময় আজ সকালে পর্যটন সমৃদ্ধ এই দ্বীপটিতে ভুমিকম্প আঘাত আনে। যার কেন্দ্রস্থল ছিল দ্বীপটির উত্তর-পূর্বদিকে ও ভু পৃষ্ট থেকে ৭ কিলোমিটার গভীরে। প্রথমে ৫.৪ মাত্রার ভুমিকম্প অনুভুত হয়। পর ক্ষনেই আবার ৬.৩ মাত্রার ভুমিকম্পটি অনুভুত হয়। পর্যটন দ্বীপ বালি থেকেও এই ভুমিকম্প অনুভুত হয়। ভুমিকম্পে লোম্বকের রিজানি পাহাড় ও দ্বীপটির বিল্ডিংগুলি কেপে উঠে। ভুমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমান এখনো নিরুপন করা সম্ভব হয়নি।
ভুমিকম্পের সময় দ্বীপটিতে থাকা লোকজন ভয়ে রাস্তায় নেমে আসে। ভুমিকম্পের পর মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা সোনামীর কোন সম্ভাবনা নাই বলে জানিয়েছে। উল্লেখ্য ইন্দোনেশিয়া একটি ভুমিকম্প প্রবনদেশ। মাত্র ১৫ দিন আগে একই দ্বীপে ৭.৩ মাত্রার ভুমিকম্পে ছয় শতাধিক মানুষ প্রান হারিয়েছিল। আর সেই সাথে দ্বীপটির ভৌত অবকাঠামোর ব্যপক ক্ষতি সাধন হয়েছিল। এর আগে ২০০৩ সালে ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের পর সোনামী হয়েছিল যাতে প্রায় এক লক্ষ আষট্রি হাজার মানুষ শুধুমাত্র ইন্দোনেশিয়ায়ই প্রান হারিয়েছিল।