পাবনায় মা, ভাই ও খালাকে কুপিয়ে হত্যা করেছে এক নেশাখোর

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

পাবনায় নেশার টাকা না পেয়ে মা ও ভাইসহ ৩ জনকে হত্যা করেছে এক যুবক। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিবাগত রাতে বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়নের সোনাপদ্মা গ্রামে। ঘাতক তুহিন ঘটনার পর থেকে পলাতক রয়েছে।

স্থানীয় সূত্র থেকে জানা যায়, নতুন ভারেঙ্গা ইউনিয়নের সোনাপদ্মা গ্রামের মিঠু কানার বড় ছেলে তুহিন (১৫) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। সে স্থানীয় ভারেঙ্গা একাডেমীর দশম শ্রেনীর ছাত্র। একই স্কুলের সহপাঠী রুনার সাথে তার বিয়ে হয়। নেশার টাকার জন্য সে প্রায়ই পরিবারের সদস্যদের অত্যাচার করত। ঘটনার সময় তুহিন তার মায়ের কাছে নেশার টাকা চায়। মা বুলবুলি বেগম টাকা দিতে অস্বীকার করলে চাপাতি দিয়ে তুহিন তাকে এলোপাতারি কুপাতে থাকলে ঘটনাস্থলেই সে মারা যায়। এই সময় তার খালা মরিয়ম বেগম (৪৫) ও ছোট ভাই তুষার (১০) এগিয়ে আসলে তাদেরও চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। তুহিনের স্ত্রী রুনা এলাকাবাসীর কাছে এই হত্যাকান্ডের কথা স্বীকার করেছে। স্থানীয় সংসদ সদস্য ও পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *