খুলনায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ৫ জন নিহত ও ১৫ জন আহত হয়েছে

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৫৫ ডটকম

যাত্রীবাহী একটি বাস রাস্তার পাশে খাদে পড়ে ৫ নিহত ও ১৫ জন আহত হয়েছে। আজ দুপুরে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের বরাতিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পাইকগাছা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি যাত্রীবাহী বাস দুপুর সাড়ে ১২টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের বরাতিয়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদের পানিতে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।

নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে ডুমুরিয়া থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.