রাঙ্গামাটির নানিয়াচরে পাহাড় ধ্বসে ১০ জন নিহত

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
আবারো পাহাড় ধ্বস! এতো সতর্কতার পরও থামছে না। আজ সকালে প্রবল বর্ষণে পাহাড় ধ্বসে রাঙ্গামাটির নানিয়াচরে ১০ জন নিহত হয়েছে। নানিয়াচর উপজেলার বড়পুল পাড়ায় দুই পরিবারের চার জন, ধর্মচরন কার্বারি পাড়ায় একই পরিবারের চার জন এবং হাতিমারা এলাকায় তিন জন মারা গেছেন।

ফাইল ফটো
এদিকে পাহাড় ধ্বসের কারনে রাঙ্গামাটি-খাগড়াছড়ি রোডে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। প্রশাসন ও স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন।