সুন্দরবনের ৫৭ জলদস্যুর ৫৮টি অস্ত্রসহ আত্নসমর্পণ
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
সুন্দরবনের ৫৭ জন জলদস্যু ৫৮টি বিভিন্ন ধরনের অস্ত্রসহ আত্নসমর্পন করেছেন। আজ দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের কাছে অস্ত্র ও গুলি জমা দিয়ে ৬টি জলদস্যু গ্রুপের ৫৭ জন সদস্য আত্নসমর্পন করেছেন। আত্নসমর্পন করা সদস্যদের মধ্য রয়েছেন- দাদা ভাই বাহিনীর ১৫ জন, হান্নান বাহিনীর নয়জন, আমির আলী বাহিনীর সাতজন, সূর্য বাহিনীর ১০ জন, ছোট সামসু বাহিনীর নয়জন ও মুন্না বাহিনীর সাতজন সদস্য। আত্মসমর্পণের সময় তারা ৫৮টি অস্ত্র ও ১২৮৪ রাউন্ডও গুলি জমা দিয়েছেন।
এই আত্নসমর্পন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন র্যাব-৬ এর পরিচালক খন্দকার রফিকুল ইসলাম। আত্নসমর্পনকালে আরো উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, খুলনা সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক, র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ, কোস্ট গার্ডের মহাপরিচালক আওরঙ্গজেব চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ছয়জন সদস্য ও স্থানীয় নেতৃবৃন্দ।