এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৭৭ দশমিক ৭৭
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। আজ সকাল ১০টায় রেওয়াজ অনুযায়ী শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের কপি হস্তান্তর করেন। এই সময় বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। এর পর দুপুর একটায় সচিবালয়ে সাংবাদিক সম্মেলন করে ফলাফল ঘোষনা করে এর বিভিন্ন দিক তুলে ধরেন।
সম্মিলিতভাবে এবার পাসের হার কমেছে অর্থাৎ এবছর পাসের হার ৭৭ দশমিক ৭৭। তবে এবার জিপিএ ৫ এর সংখ্যা বেড়েছে। জিপিএ ৫ পেয়েছে মোট ১ লক্ষ ১০ হাজার ৬২৯ জন। ছাত্র ছাত্রীরা ওয়েবসাইট ও মোবাইলের মাধ্যমে এই ফলাফল জানতে পারবে। পাসের হারের দিক থেকে এগিয়ে আছে মেয়েরা আর জিপিএ ৫ এর দিক থেকে এগিয়ে আছে ছেলেরা। পাসের হারের দিক থেকে রাজশাহী বোর্ড এগিয়ে। অন্যদিকে জিপিএ ৫ এর দিক থেকে ঢাকা বোর্ড এগিয়ে। এ বছরে ১৫৭৪ প্রতিষ্ঠানে সবাই পাস করেছে ও ১০৯ প্রতিষ্ঠানে সবাই ফেল করেছে।