ঢাবির ভিসির বাসভবনে হামলার অভিযোগে গ্রেপ্তার ৪ জন রিমান্ডে
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনে হামলা করার অভিযোগে গ্রেপ্তারকৃত চারজনকে রিমান্ডে নেওয়া হয়েছে। এদেরকে গতকাল গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তাকৃতরা হলেন- মো. মাসুদ আলম ওরফে মাসুদ (২৫), মো. রাকিবুল হাসান ওরফে রাকিব (২৬), মো. আলী হোসেন শেখ ওরফে আলী (২৮) ও আবু সাইদ ফজলে রাব্বী ওরফে সিয়াম (২০)।
এদের মধ্য মাসুদ ঢাকা আলিয়া মাদ্রাসার ছাত্র। বাকীরা এখন আর লেখাপড়া করেন না। গ্রেপ্তারকৃতদের মধ্য দুইজনের কাছ থেকে দুটি মোবাইল পাওয়া গেছে। যেগুলি ভিসির বাসায় হামলার সময় লুট হয়েছিল। রাজধানীর বিভিন্নস্থানে হামলা চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়েছে। উল্লেখ্য ঢাবিতে কোটা বিরোধী আন্দোলনের সময় একদল দুষ্কৃতিকারী মধ্য রাতে ভিসির বাসায় হামলা চালিয়ে ব্যপক ক্ষতি সাধন ও লুটপাট করে। ভিসির বাসভবনের দুটি গাড়ীও সে রাতে তারা আগুন দিয়ে পুড়িয়ে দেয়।