জিয়া অরফানেজ ট্রাষ্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়ার জামিন ৮ই মে পর্যন্ত স্থগিত
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
জিয়া অরফানেজ ট্রাষ্ট দুর্নীতির মামলায় বেগম খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া ৪ মাসের জামিন স্থগিত করে দিয়েছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের একটি বেঞ্চ আজ সকালে এই আদেশ দেন।
আদেশ অনুযায়ী আগামী ৮ই মে পর্যন্ত বেগম জিয়ার জামিন স্থগিত থাকবে। ওই দিনই জামিন আবেদন স্থগিত চেয়ে দুদক ও রাষ্ট্র পক্ষের করা লিভ টু আপিলের শুনানী হবে। আদালত দুই সপ্তাহের মধ্য উভয় পক্ষকে বক্তব্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।