তীব্র শীত ও তুষারঝড়ে গোটা ইউরোপে মৃতের সংখ্যা বেড়ে ৬০

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

উত্তর মেরু অঞ্চলের সাইবেরিয়া থেকে আসা কনকনে ঠান্ডা বাতাসে ইউরোপের তাপমাত্রা নেমে এসেছে মাইনাস ৪০ ডিগ্রী সেন্ট্রিগ্রেডে। গোটা ইউরোপ জুড়ে চলছে তুষার ঝর। সেখানকার জীবন যাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। খুব বেশী প্রয়োজন না হলে লোকজন ঘর থেকে বের হচ্ছে না। রাস্তা অত্যান্ত পিচ্ছিল থাকার কারনে সড়ক যোগাযোগও ভেঙ্গে পড়েছে। বৈরী আবহাওয়ায় গাড়ী চালাতে যেয়ে শত শত গাড়ী দূর্ঘটনায় পতিত হচ্ছে।

তীব্র শীতে এ পর্যন্ত ইউরোপে মারা গেছে ৬০ জনের মতো। শুধু পোল্যান্ডেই শীতে মারা গেছে ২১ জন। তা ছাড়া চেক রিপাবলিকে ৬, লিথুয়ানিয়ায় ৫, ফ্রান্সে ৪, স্পেনে ৩, ইতালি, রোমানিয়া ও স্লোভেনিয়ায় ২ জন করে এবং ব্রিটেন ও নেদারল্যান্ডসে ২ জনের মৃত্যু হয়েছে। তীব্র শীত ও ভয়াবহ তুষার ঝড়ের কারণে সাময়িক বন্ধ রাখা হয়েছে ইউরোপের বেশ কিছু বিমানবন্দর। ঝড়ের দাপট সবচেয়ে বেশি দেখা গেছে দক্ষিণ–পশ্চিম ইংল্যান্ড, দক্ষিণ ওয়েলস এবং স্কটল্যান্ডের বিভিন্ন জায়গায়। এই সব জায়গায় তুষারঝড় ও ব্যাপক ঠান্ডার চূড়ান্ত সতর্কতা জারি করেছে প্রশাসন।

রোমে গত সোমবার থেকেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল–‌কলেজ। বন্ধ রাখা হয়েছিল জার্মানির ব্রিমেন ও কোলন–বন বিমানবন্দরও। জানা গেছে, শুধুমাত্র উত্তর জার্মানির লুবেক শহরে কয়েক ঘণ্টার মধ্যে ‌চাকা পিছলে দুর্ঘটনার কবলে পড়েছে একশোরও বেশি গাড়ি। এমন কি, সুইডেনের প্রধানমন্ত্রী স্টেফান লোফভেনের গাড়িটিও উপসালা শহরের কাছে ভয়ঙ্কর দুর্ঘটনায় পড়েছিল। ভাগ্যগুনে তিনি বেঁচে যান। ইউরোপের অধিকাংশ দেশের বিমান উঠা নামা বন্ধ রাখা হয়েছে বৈরী আবহাওয়ার কারনে। ট্রেন লাইনগুলি বরফে ঢেকে পড়েছে। ইউরোপে এখন বসন্তকাল। আর এ সময়ে চলছে অস্বাভাবিক এই তুষার ঝড়। আগামী এক সপ্তাহের আগে আবহাওয়ার কোন উন্নতি হবে না বলে সেখানকার আবহাওয়াবিদরা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *