তৃতীয় বিয়ে করলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ইমরান খান

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
পাকিস্তানের সাবেক জনপ্রিয় ক্রিকেটার ও তেহরিক ই ইনসাফ পার্টির নেতা ইমরান খান আবার বিয়ে করেছেন। তবে ৬৬ বছর বয়সী ইমরান খানের এটি ৩য় বিয়ে। রবিবার লাহোরে নিজের আধ্যাত্মিক পরামর্শদাত্রী বুশরা মানেকা ওরফে পিঙ্কি পীরকে এক ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে করেন ইমরান। বুশরার বয়স ৪০ বছর। একথা জানিয়েছেন পিটিআই–এর মুখপাত্র ফাওয়াদ চৌধুরি। বুশরার ভাইয়ের লাহোরের বাড়িতেই বিয়ের যাবতীয় অনুষ্ঠান সম্পর্ন হয়।
ইনসাফ পার্টির নেতারা নব দম্পতিকে স্বাগত জানিয়েছেন। মধুচন্দ্রিমা করতে নব এই দম্পতির লন্ডন যাবার কথা রয়েছে। সেখানে তারা বেশ কিছুদিন অবস্থান করবেন। উল্লেখ্য ইমরানের প্রথম সংসারে দুটি সন্তান রয়েছে। দ্বিতীয় সংসারে তার কোন সন্তান নাই। বুশরার আগের সংসারের দুটি সন্তান রয়েছে।