৮১ রানে বাংলাদেশের ৩ উইকেটের পতন

স্পোর্টস ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

চিটাগাং টেস্টের চতু্র্থ দিন শেষে ৮১ রান করতে টাইগারদের ৩ ইউকেট খরচ হয়েছে। এর আগে প্রথম ইনিংসে তারা ৫১৩ রান সংগ্রহ করেছিল সব কটি উইকেট হারিয়ে। লংকানরা ম্যাচের ২য় দিন থেকে প্রথম ইনিংসের ব্যাটিং শুরু করে টানা ৪র্থ দিনের বিকাল পর্যন্ত নিয়ে এসে ৯ উইকেটে ৭১৩ রান করে ২০০ রানের লিড নিয়ে ইনিংস ঘোষনা করে।

শেষ বিকালে ২য় ইনিংসে মাত্র ৮১ রান যোগ করতেই আউট হন তামিম ইকবাল, ইমরুল কায়েস ও মুশফিকুর রহিম। যে মাঠে একটু আগেও লংকানরা রানের বন্যা বসিয়ে দিয়েছে সেই মাঠে বাংলাদেশের প্রধান তিন শক্তিমান ব্যাটসম্যান মাত্র ৮১ রান যোগ করে মাথা নীচু করে মাঠ থেকে বেড়িয়ে গেলেন। ইনিংস পরাজয় এরাতে এখনো বাকী আরো ১১৯ রান। তাই আগামীকাল ম্যাচের ফলাফল বাংলাদেশের পক্ষে আসবে না বলেই মনে হচ্ছে। দিন শেষে মমিনুল হক ৩২ বলে ১৮ রান করে অপরাজিত আছেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *