মন্ত্রীর চাকুরী চলে গেলে অটো চালাবেন জুনায়েদ আহমদ পলক!
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
জুনায়েদ আহমদ পলক অটো চালাচ্ছেন। একজন মন্ত্রী অটো চালাবেন কেনো? আসল কারন কি জানেন? তাহলে আসুন ঘটনাটি কি, একটু জেনে নেই। গতকাল শনিবার দুপুরে সিংড়া পৌর শহরের বিভিন্ন স্থানে নিজেই তিনি অটো চালিয়েন।
আসলে এই শহরের বিভিন্ন স্থানে অটো অ্যাম্বুলেন্স উদ্বোধন করেন তিনি। অটোকে রূপান্তর করে এই অ্যাম্বুলেন্স বাবানো হয়েছে। আর এই অ্যাম্বুলেন্সের নাম দেওয়া হয়েছে গরীবের অ্যাম্বুলেন্স।