বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী এমকে আনোয়ার আর নেই
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী এম কে আনোয়ার আর বেচেঁ নেই ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি সোমবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে তার এলিফেন্ট রোডের নিজ বাস ভবনে ইন্তেকাল করেন। তার মৃত্যুতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক প্রকাশ করেন ও বিদেহী আত্নার মাগফেরাত কামনা করেন।
১৯৩৩ সালের পহেলা জানুয়ারী তিনি জন্ম গ্রহন করেন। তিনি সাবেক কেবিনেট সচিব, পাচঁ বার সংসদ সদস্য, দুইবার মন্ত্রী ছিলেন। সরকারী চাকুরী হতে অবসর নেওয়ার পর ১৯৯১ সালে তিনি বিএনপিতে যোগদান করেন।