মহান শিল্পী আব্দুল জব্বার আর নাই
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
প্রখ্যাত শিল্পী আব্দুল জব্বার আর বেচেঁ নাই। আজ সকাল ৯টা ২৭ মিনিটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে তিনি শেষ নিঃস্বাস ত্যগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। দীর্ঘদিন যাবৎ তিনি কিডনি, হার্ট, প্রস্টেট ও বার্ধক্য জনিত সমসস্যায় ভুগছিলেন।
গুনী এই শিল্পী ৭১ সালের মুক্তিযুদ্ধের সময় কলিকাতার রাস্তায় রাস্তায় গান গেয়ে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত তৈরীতে ব্যপক ভুমিকা রাখেন। সে সময় তিনি গান গেয়ে মুক্তিযোদ্ধাদের জন্য অর্থ সংগ্রহ করেন। বরেন্য এই শিল্পী ভারতের প্রখ্যাত শিল্পী হেমন্ত মুখপাধ্যায়ের সাথে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত তৈরীতে ব্যপক প্রচারনা চালান গানের মাধ্যমে।
সালাম সালাম, জয় বাংলাো বাংলার জয়, তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়, ওরে নীল দড়িয়া, নিঠুর পৃথিবী প্রভৃতি জনপ্রিয় গান শ্রুতাদের আজও মুগ্ধ করে। মহান এই শিল্পী মৃত্যুর সময় স্ত্রী, দুই পুত্র, এক কন্যা ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যতে দেশ এক মহান শিল্পীকে হারালো।