উত্তর কোরিয়া গুয়ামে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটি্তে হামলার কথা ভাবছে
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
উত্তর কোরিয়া বলছে তারা মার্কিন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গুয়ামে ক্ষেপণাস্ত্র হামলার কথা ভাবছে। এর আগে যুক্তরাষ্ট্রকে ফের পারমাণবিক হামলার হুমকি দিলে, সমুচিত জবাব দেয়া হবে বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন। এই হুশিয়ারীর এক ঘণ্টার মধ্যেই আবার হুমকি দিল উত্তর কোরিয়া।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বলছে, কৌশলগতভাবে যুক্তরাষ্ট্রের জন্য অতিব গুরুত্বপূর্ণ গুয়ামের স্থাপনায় মাঝারি থেকে দূর পাল্লার রকেট নিক্ষেপ করার পরিকল্পনা করছে উত্তর কোরিয়া। গুয়ামে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর একটি ঘাঁটি রয়েছে। এ নিয়ে দুই দেশের মধ্য উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে।
এর আগে মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়া ইতোমধ্যেই এমন ক্ষুদ্রকায় পারমাণবিক ওয়ারহেড তৈরি করতে সমর্থ হয়েছে, যা কোন ক্ষেপণাস্ত্রের ভেতরে বসিয়ে সেটিকে কার্যকর করা সম্ভব হবে।
ওয়াশিংটন পোস্ট-এ প্রকাশিত এ খবরের পরই ডুনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়াকে হুশিয়ারী দিয়েছিলেন। এদিকে দুইদিন আগে উত্তর কোরিয়ার ওপর আবার নতুন করে অবরোধ আরোপ করা হয়েছে।