মাটির নীচে রয়েছে একটা আস্ত গ্রাম, বসবাস করছে মানুষজন
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
পশ্চিম অস্ট্রেলিয়ার কুবার পিডিতে একটা আস্ত গ্রাম গড়ে উঠেছে মাটির নিচে। এখানকার বাড়িঘর চমকে দেওয়ার মতোই। মাটির নিচেই এখানকার মানুষের জীবন চলছে। রীতিমতো বিলাসবহুল ভাবেই জীবন যাপন চলছে সেখানে। এই গ্রামটির প্রতি রয়েছে মানুষের আগ্রহ। তাই স্থানটি পর্যটকদের জন্য একটি আকর্ষনীয় স্থানে পরিনত হয়েছে।
মাটির নিচের এই গ্রামটির বাড়িগুলি বেশ সুন্দর করেই তৈরী করা হয়েছে। যে কোনও বড় হোটেলকে টেক্কা দিতে পারে এই গ্রামের বাড়িগুলো। কুবার পিডি মূলত বিখ্যাত একানকার হোম ট্যুরিজমের জন্য। মাটির তলায় রাত্রি বাস করার অভিজ্ঞতা পেতে চান অনেক পর্যটকই। এখানে তাই ভিড় লেগেই থাকে। তবে বিনা অনুমতিতে এখানে প্রবেশ একেবারেই নিষিদ্ধ।