অরুণাচল সীমান্তের কাছে চীনা লালফৌজের মহড়া্য উদ্বিগ্ন দিল্লি
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
অরুণাচল প্রদেশ সীমান্তের কাছেই তিব্বতে বিপুল সামরিক মহড়া শুরু করেছে চীন। সিকিম সীমান্তে লালফৌজের আগ্রাসনে ক্রমশ উত্তপ্ত হচ্ছে ভারত ও চিনের সম্পর্ক। এমন সময় তিব্বতে যুদ্ধের অনুশীলন করে পরিস্থিতি আরও জটিল করে তুলেছে বেজিং। বিশ্লেষকরা মনে করছেন, ভারতের উপর চাপ তৈরি করতে এই মহড়ার আয়োজন করেছে চীন।
চীনের সরকা্রী সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ‘পিপলস লিবারেশন আর্মি’র সৈনিকেরা কৃত্রিম যুদ্ধ পরিস্থিতি তৈরি করে তিব্বতে মহড়ায় নামে। এই মহড়ায় অংশগ্রহণ করে লালফৌজের ‘তিবেত মিলিটারি কমান্ড’-এর একটি ব্রিগেড ও দু’টি ‘মাউন্টেন ব্রিগেড’ । উল্লেখ্য, ভারত-চিন সীমান্তে পাহারায় থাকে ‘তিবেত মিলিটারি কমান্ড’। এই মহড়া তিব্বত থেকে বয়ে আসা ব্রহ্মপুত্র নদের কাছেই অনুষ্ঠিত হয়। জানা গেছে, ওই মহড়ায় ভারী অস্ত্রসস্ত্র ব্যবহার করছে চীনা সৈনিকেরা।