বিমানের ইঞ্জিনে ফুটো, জরুরী অবতরণ

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
চীনের একটি বিমান ইঞ্জিনে ফুটো হয়ে যাওয়ার কারনে মাঝপথেই জরুরী অবতরণ করতে হল। চায়না ইস্টার্ন বিমানসংস্থার মুখপাত্র ক্যাথি জিহ্যাং সোমবার জানান, এয়ারবাস এ৩৩০–২০০ টুইনস জেট বিমানের ইঞ্জিনে ফুটো থাকার কারনে সিডনি বিমানবন্দরে জরুরী অবতরণ করে বিমানটি। এই বিমানটি সিডনি থেকে সাংহাইয়ের উদ্দেশ্যে ফ্লাই করেছিল।
বিমানের বাঁ–দিকের ইঞ্জিনে সমস্যা দেখে বিমান চালকরা সিদ্ধান্ত নেয় জরুরী অবতরণের। তবে বিমানটি নিরাপদেই অবতরন করতে সক্ষম হয়। কেউ হতাহত হয়নি। অস্ট্রেলিয়ার বিভিন্ন সংবাদমাধ্যমে এই বিমানটির ফটো প্রকাশ করা হয়। যেখানে দেখা যাচ্ছে, বাঁ–দিকের ইঞ্জিনে একটি লম্বা ফুটো। অস্ট্রেলিয়ার পরিবহন সংক্রান্ত নিরাপত্তা ব্যুরো জানায়, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বিমানসংস্থার মুখপাত্র জিহ্যাং জানান, অস্ট্রেলিয়া এবং চীনের বিমান কর্তৃপক্ষ এই ঘটনার তদন্ত করছে। এই ঘটনার জেরে বিমান যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। বিমানটির মধ্য পোড়া গন্ধ পাওয়া যায়। ফলে বিমানটি ওড়ার সঙ্গে সঙ্গে হুড়োহুড়ি লেগে যায় বিমানের মধ্যে।