তিন সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
রাজধানীর তুরাগ থানায় এক মা তার তিন সন্তানকে শ্বাসরো্ধ করে হত্যার পর আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। অনুমান করা হচ্ছে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত ১২টার মধ্যে এই ঘটনা ঘটেছে। তুরাগ থানার কামার পাড়ার কালিয়ারটেক এলাকায় এ ঘটনার পর সেখানে হাজার হাজার উৎসুক জনতা জমা হয়েছে।
নিহতরা হলেন, রেহেনা বেগম (৩৪), তার তিন সন্তান শান্তা (১৪), শেফা (২) ও ছেলে সাদ (১১ মাস)। রেহেনার স্বামী সোস্তফা কামাল কামার পাড়া এলাকায় একটি কল্যাণ সমিতির অফিসে চাকরি করেন বলে জানা যায়। জানা যায়, সোস্তফা কামাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে বাসা থেকে বের হয়ে যান। পরে রাত শোয়াবারটার দিকে বাসায় ফিরে দেখেন বিছানায় তিন সন্তানের মৃতদেহ পড়ে আছে। আর ঘরের সিলিংয়ের সঙ্গে ওড়না পেঁচিয়ে রেহেনা ঝুলছে। ধারণা করা হচ্ছে, রেহেনা সন্তানদের শ্বাসরোধ করে হত্যা নিশ্চিত করার পর গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের জন্য লাশগুলি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্র থেকে জানা যায়, পারিবারিক অভাব-অনটন বা দাম্পত্য কলহের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে।