নরসিংদীর গাবতলীতে জঙ্গি অভিযানে ৫ জঙ্গি আটক

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

নরসিংদীর গাবতলীতে ঘিরে রাখা জঙ্গি আস্তানা থেকে ৫ জঙ্গিকে গ্রেপতার করেছে র‍্যাব। শনিবার বিকাল ৪টা থেকে র‌্যাব-১১ কর্তৃক ঘিরে রাখা দুবাই প্রবাসী মঈন উদ্দিন আহমেদের এক তলা বাড়ির অভিযান রবিবার সকাল ১১ টায় র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান আনুষ্ঠানিকভাবে মিডিয়ার সামনে সমাপ্ত ঘোষণা করেছেন। র‍্যাবের ফাইনাল অভিযান শুরু হয় রবিবার সকাল সোয়া ১০ টায়। র‍্যাবের পক্ষ থেকে আত্মসমর্পনের আহবান জানালে মাত্র ২০ মিনিটের মধ্যে বাড়ির ভেতরে থাকা সন্দেহভাজন পাঁচ জঙ্গি এক এক করে র‌্যাবের কাছে আত্মসমর্পণ করলে সকাল ১০ টা ৩৫ মিনিটে এ অভিযান শেষ হয়।
আত্নসমর্পনকারী সন্দেহভাজন জঙ্গিরা হলেন- মাসুুদুর রহমান, আবু জাফর, মশিউর রহমান, বাশিরুল ইসলাম ও সালাহ উদ্দিন। তাদের মধ্যে সালাহ উদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের ছাত্র বলে জানা গেছে। র‌্যাবের ধারণা সে সিলেটে আতিয়া মহলে জঙ্গি আস্তানার সাথে জড়িত ছিল। অন্য চারজনের সমন্ধে এখনো সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। কোন রকম রক্তপাত ছাড়াই ১৯ ঘণ্টার এ অভিযান শেষ হওয়ায় নরসিংদীবাসী স্বস্তির নিশ্বাষ ফেলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *