চার উইকেট খুইয়ে চাপে বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডতকম
ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২২ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১৪ রান করেছে বাংলাদেশ। টসে জিতে আয়ারল্যান্ড ফিল্ডিং নেয়। দলীয় ৮ রানে ৭ বলে ৫ রান করে ক্যাচ দিয়ে আউট হন সৌম্য সরকার। তারপর দলীয় ৯ রানে ৩ বলে ০ রান করে আউট হন সাব্বির রহমান।
তামিম ইকবাল ও মুশফিকুর রহিম দলীয় রান নিয়ে যান ৪৭। আর এ সময়ে উইলসনের হাতে ক্যাচ দিয়ে আউট হন। সাকিব আল হাসানও বেশী সময় টিকতে পারলেন না। দলীয় ৭০ রানের মাথায় ১৬ বলে ১৪ রান করে ক্যাচ আউট হন। তামিম ইকবাল ৫৯ বলে ৩৮ ও মাহামুদ্দুল্লাহ ২৮ বলে ২৭ রান নিয়ে ব্যাট করছেন।