মানসিক অবস্থা পর্যবেক্ষণে ঐশীকে হাজিরের নির্দেশ দিয়েছে হাইকোর্ট

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

হাইকোর্ট পুলিশ দম্পতি হত্যা মামলায় তাদেরই সন্তান ঐশী রহমানের মানসিক অবস্থা পর্যবেক্ষণে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছে। আগামী ১০ এপ্রিল তাকে আদালতে হাজির করতে বলা হয়েছে। বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ পুলিশ দম্পতি হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আপিলের শুনানিকালে  আজ সোমবার এ আদেশ দেয়।
Oishee
ঐশীর বিরুদ্ধে মামলা চলছে, এই বিষয়ে সে জানে কিনা এবং তার মানসিক অবস্থা খতিয়ে দেখতে আদালত তাকে হাজিরে নির্দেশ দিয়েছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল হক। এই মামলায় ২০১৫ সালের ১২ নভেম্বর বিচারিক আাদালত ঐশী রহমানকে মৃত্যুদন্ড দেয়। বিচারিক আদালত ঐশী রহমানকে আশ্রয় দেয়ায় তার বন্ধু মিজানুর রহমানকে দুই বছরের কারাদন্ড ও অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অন্য আসামি আসাদুজ্জামান জনিকে খালাস দেয়।
FAMILY-PICTURE-ed
উল্লেখ্য পুলিশ ২০১৩ সালের ১৬ আগস্ট ওই বাসা থেকে স্ত্রী স্বপ্না রহমানসহ তার ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে। একদিন আত্নগোপনে থাকার পর ঐশী গৃহকর্মী সুমীকে নিয়ে রমনা থানায় আত্মসমর্পণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *