বৃষ্টিতে ব্রিজ ক্ষতিগ্রস্ত হওয়ায় সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
নিউজ ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
সিলেট-আখাউড়া রেললাইনের হবিগঞ্জ জেলার ইটাখোলা রেলওয়ে স্টেশন এলাকায় পাহাড়ি ঢলের তোরে একটি রেল ব্রিজের পিলারের নিচের মাটি সরে যাওয়ায় রেল সেতুটি ট্রেন চলাচলে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। বৃহস্পতিবার ভোর রাত থেকে টানা বৃষ্টিতে রেল ব্রিজটি ক্ষতিগ্রস্ত হওয়ায় ট্রেন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়লে বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে সিলেটের সাথে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।
সংশ্লিষ্টরা ধারণা করছেন সেতু মেরামত করে রেল যোগাযোগ পুনরায় স্বাভাবিক করতে দু’তিন দিন সময় লাগতে পারে। ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রামের সাথে রেল যোগাযোগ বন্ধ থাকায় ট্রেনযাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।