কমান্ডো অভিযানে ৪ জঙ্গি নিহত হয়েছে
নিউজ ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
সেনাবাহিনী কিছুক্ষণ আগে এক ব্রিফিংয়ে জানিয়েছে, আতিয়া মহলের জঙ্গি আস্তানা থেকে একজন নারীসহ চারজন জঙ্গির মৃতদেহ পাওয়া গেছে।
গতকাল এদের মধ্যে দুজন জঙ্গির মৃতদেহ পাওয়া যায়। সেনাবাহিনী ইতোমধ্যে ওই দুই জঙ্গির মৃতদেহ পুলিশের কাছে হস্তান্তর করেছে। ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান জানিয়েছেন, নিহত বাকি দুজনের গায়ে সুইসাইডাল ভেস্ট লাগানো থাকায় তা উদ্ধার করা বেশ ঝুঁকিপূর্ণ। কিভাবে লাশ দুটি বের করে আনা যায় সে পরিকল্পনা করছে সেনাবাহিনী।
অনুমান করা হচ্ছে পুরো ভবনে যে পরিমাণ বিস্ফোরক আছে তাতে ভবনটা ধ্বংস হয়ে যেতে পারে। তাই সতর্কভাবে পদক্ষেপ নিচ্ছে সেনাবাহিনী। আর এ ভবনটির নিয়ন্ত্রন সেনাবাহিনীর হাতেই আছে। আতিয়া মহল ঘিরে ‘অপারেশন টোয়াইলাইট’ নামে অভিযানটি অব্যাহত রয়েছে। সেনাবাহিনী জানিয়েছে অভিযান শেষ হতে আরো কিছু সময় লাগতে পারে।