মাদকের টাকা না পেয়ে মা ও প্রতিবেশীকে কুপিয়ে হত্যা করেছে এক যুবক

অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের মধুপুর উপজেলার হলুদিয়া গ্রামে। জানা যায়, মাদকের টাকা চেয়ে না পাওয়ায় মা ও প্রতিবেশীকে কুপিয়ে হিত্যা করেছে মিরাজ নামের এক যুবক। আজ সোমবার সকালের এ ঘটনায় পুলিশ ঘাতক মিরাজ (২৫), তার বাবা মোহাম্মদ আলী (৬৫) ও ছোটভাই আল আমিনকে গ্রেপতার করেছে। নিহত দুইজন হলেন মিনারা বেগম (৫৫) ও তার প্রতিবেশী আকবর আলী (৫০)।

মধুপুর থানা সূত্রে জানা যায়, মিরাজ মাদকাসক্ত। সকালে মা মিনারার কাছে টাকা চেয়ে না পেয়ে প্রথমে তাকে দা দিয়ে কুপিয়ে আহত করেন। পরে চিৎকার শুনে প্রতিবেশী আকবর বাধা দিতে গেলে তাকেও কুপিয়ে আহত করেন ঐ যুবক। ঘটনাস্থলেই মারা যান এ দুজন। ঘাতক ছেলে নৃশংস এ হত্যাকাণ্ডের পর মায়ের কলিজা টেনে বের করে আনে।