জাপানী নাগরিক কোনিও হোসিও হত্যাকাণ্ডের মামলায় ৫ জেএমবির ফাঁসির আদেশ
অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
রংপুরের বিশেষ জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার রংপুরে চাঞ্চল্যকর জাপানী নাগরিক কোনিও হোসিও হত্যা মামলায় জেএমবির রংপুর বিভাগের আঞ্চলিক কমান্ডার মাসুদ রানা ওরফে মামুনসহ (৩০) পাঁচ জঙ্গির ফাঁসির আদেশ দিয়েছেন। দন্ডপ্রাপ্ত অন্যরা হলেন ইসরাক আলী, লিটন মিয়া ওরফে রফিক, আবু সাঈদ ও শাখাওয়াত হোসেন।

আজ মঙ্গলবার এ রায় ঘোষণা করা হয়। এ রায়ে একজনকে বেকসুর খালাস দেয়া হয়েছে। এ মামলার ৮ আসামীর মধ্যে রায়ের সময় ৫ আসামী উপস্তিত ছিলেন। একজন পলাতক আছেন ও বন্দুকযুদ্ধে ইতিমধ্যে ২ জন নিহত হয়েছেন। এ মামলায় আদালত ৫৫ জনের সাক্ষ্য গ্রহণ করেন। আসামি পক্ষে একজন সাফাই সাক্ষী দিয়েছেন।
আসামীদের মধ্যে জেএমবির আঞ্চলিক কমান্ডার মাসুদ রানা, সদস্য ইছাহাক আলী, লিটন মিয়া, আবু সাঈদ এবং সাখাওয়াত হোসেন রংপুর কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। বাকি তিনজনের মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কুড়িগ্রামের রাজারহাট এলাকার আহসান উল্লাহ আনছারী পলাতক রয়েছেন। অপর দুই আসামির মধ্যে সাদ্দাম হোসেন ৫ জানুয়ারী ঢাকায় এবং গত বছরের ১ আগস্ট রাজশাহীতে বন্দুকযুদ্ধে নিহত হন নজরুল ইসলাম ওরফে বাইক হাসান।