‌চীনের বিলাসবহুল হোটেলে আগুন, ভিতরে আটকে আছেন অনেক

অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

দক্ষিণ–পূর্ব চীনের নানচাং শহরে একটি বিলাসবহুল হোটেলে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে। অগ্নিদগ্ধ হয়ে বহু হত-আহত  হয়েছে্ন। অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন প্রায় ১৪ জন। একাধিক লোক এখনও হোটেলে আটকে রয়েছেন।

china

হোটেলকর্মীরা জানান, সকাল ৮টা নাগাদ চার তলা হোটেলের দ্বিতীয়তলে আগুন দেখতে পান তারা। মহূর্তে আগুন ছড়িয়ে পড়ে হোটেলে।  হোটেল লাগোয়া রয়েছে ২৪ তলা বহুতল। সেখানেও আগুন ছড়িয়ে পড়েছে। আগুন নেভানোর কাজ করছে দমকল বাহিনীর প্রায় ২০টি ইউনিট । ল্যাডার দিয়ে বহুতলের বাসিন্দাদের অন্যত্র সরানোর চেষ্টা চলছে। প্রচণ্ড ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন একাধিক দমকলকর্মী। বিপর্যয় মোকাবিলা দলও কাজ করছে বলে জানা যায়। খবরঃসিনহুয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *