পদ্মা সেতু প্রকল্প নিয়ে ষড়যন্ত্রকারীদের বিচারের আওতায় আনতে কেন কমিশন নয়-হাইকোটের রুল
নিউজ ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
হাইকোর্ট পদ্মা সেতু নির্মাণ চুক্তি নিয়ে দুর্নীতির মিথ্যা কল্পকাহিনী সৃষ্টির নেপথ্যে প্রকৃত ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে কমিশন বা কমিটি গঠনের কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে। আদালত একই সঙ্গে রুলে প্রকৃত ষড়যন্ত্রকারীদের বিচারের আওতায় কেন আনা হবে না তাও জানতে চেয়েছে। আজ বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।
হাইকোর্ট এই আদেশে মন্ত্রী পরিষদ সচিবকে ‘ইনকুয়ারি অ্যাক্ট ১৯৫৬’ অনুসারে এই কমিশন বা কমিটি গঠনে কি পদক্ষেপ নেয়া হয়েছে তা ৩০ দিনের মধ্যে আদালতকে জানাতে নির্দেশ দিয়েছে। উল্লেখ্য গত মঙ্গলবার ‘ইউনুসের ক্ষমা চাওয়ার আহ্বান, বিচার দাবি’ শীর্ষক শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। এছাড়া আরো কয়েকটি দৈনিকের এই জাতীয় প্রতিবেদন নজরে এলে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে রুলসহ এ আদেশ দেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন।