দুবাইয়ে মানুষ নিয়ে ড্রোন উড়বে

অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

দুবাইয়ের সড়ক ও পরিবহন বিভাগ জুলাই মাস থেকে মানুষ পরিবহনে ড্রোন চালু করতে যাচ্ছে।  আন্তর্জাতিক এক সম্মেলনে সংস্থার প্রধান মাত আল তায়ের এই ঘোষণা দিয়েছেন। চীনের তৈরি ইহাং-১৮৪ নামের এই ড্রোন একশ কেজি পর্যন্ত ওজন নিয়ে একটানা ৩০ মিনিট উড়তে পারবে আকাশে। সহজেই একজন যাত্রী পরিবহণ করতে পারবে এই ড্রোন।

Dron

ইতিমধ্যে বেশ কয়েকবার এর সফল পরীক্ষাও চালানো হয়েছে। ড্রোনের ভেতর শুধুমাত্র একটিই কন্ট্রোল বাটন থাকবে যেখানে চাপ দিয়ে যাত্রী তার গন্তব্য পছন্দ করবেন। ভুমিতে একটি নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে স্বয়ংক্রিয় ড্রোনটি নিয়ন্ত্রণ করা হবে। একবার ব্যাটারি চার্জ দিলে এই ড্রোন ঘণ্টায় ১৬০ কিমি বেগে একটানা ৫০ কিমি পর্যন্ত যেতে পারবে। মি আল তায়ের বলেছেন, দুবাইয়ের আকাশে এর সফর পরীক্ষা চালানো হয়েছে। এছাড়া আমেরিকার নেভাডায় পরীক্ষা চালিয়ে এটিকে নিরাপদ বলে অুনমোদন দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *