নরসিংদীর বেলাবতে বাস-মাইক্রোবাস সংঘর্ষে ১১ জন নিহত
নিউজ ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
নরসিংদী জেলার বেলাব থানার দড়িকান্দিতে ঢাকা সিলেট মহাসড়কের ওপর এ ঘটনা ঘটে আজ সকাল ৮টায়। কিশোরগঞ্জগামী একটি মাইক্রোবাসের সাথে হবিগঞ্জ থেকে ঢাকাগামী অগ্রদূত পরিবহনের একটি বাসের মুখামুখী সংঘর্ষে ঘটনাস্থলেই ১১ জন মারা যায়।
এতে আরো ২০ জনের মত আহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানা যায়। নিহতদের মধ্যে ২ জন শিশু ও ৪ জন মহিলা রয়েছে। একতি সিএনজিকে সাইড দিতে গিয়ে এ দূুর্ঘটনা ঘটে।